বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে যুবকদের কর্মমুখী হতে হবে
নগর যুবলীগের বিভিন্ন কর্মসূচিতে বক্তারা
খবর বিজ্ঞপ্তি
যুবরাই জাতির মূল চালিকা শক্তি। কর্মমুখী যুবকরাই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে যুব সমাজকে দূরে থাকতে হবে। কর্মমুখী যুবকরাই বঙ্গবন্ধু’র স্বপ্ন বাস্তবায়ন করবে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখা আয়োজিত আতশবাজি অনুষ্ঠানে এ কথা বলেন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ সোহেল, আওয়ামী লীগ নেতা অসিত বরণ বিশ্বাস, মোর্ত্তজা রশিদী দারা, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন, কাউন্সিলর মোজাফফর রশীদী রেজা, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডু, চৌধুরী রায়হান ফরিদ, এস এম হাফিজুর রহমান হাফিজ, সঞ্জয় তিতু চৌধুরী, আব্দুল কাদের শেখ, আল-আমিন উকিল, কাজী কামাল হোসেন, নজরুল ইসলাম দুলু, সওকাত হোসেন, মোহাম্মদ আলী, রবার্ট বাবুল ঘোষ নিক্সন, সঞ্জয় তিতু চৌধুরী, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, কাজী ইব্রাহিম মার্শাল, মুহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, মেহেদী হাসান মোড়ল, ইয়াসিন আরাফাত, সদর থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, ছাত্র-যুব ঐক্য পরিষদের মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, মহাশ্মশান কালি মন্দির এর সভাপতি এ বি সি এস নিখিলেশ বৈরাগী, সাধারণ সম্পাদক রতন দেব নাথ, রেভাঃ সুশান্ত বৈরাগী, জুনাথন লিটু মুন্সি, রেভাঃ সুনির্মল অধিকারী, অভিজিৎ পাল, ইলিয়াস হোসেন লাবু, ইকবাল কবির লিটন, বাদল সিপাহী, মাসুম উর রশিদ, কাঞ্চন শিকদার, বিপুল মজুমদার, মোঃ রফিক প্রমুখ।
এর আগে সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, ১০ টায় দলীয় কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠান, বেলা ১১ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সদর হাসপাতালে নবজাতক শিশুদের কে পোশাক ও শিশুদের ব্যবহার সামগ্রী প্রদান করা হয়, দুপুরে নগরীর ২০নং ওয়ার্ড এর শহীদ শেখ আবু নাসের এতিমখানা ও ৩০নং ওয়ার্ড এর আহম্মাদীয়া এতিহমখানাসহ বিভিন্ন এতিমখানায় দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ, বিকাল সাড়ে চার টায় ব্যাপিষ্টচার্চে প্রার্থনা করা হয়, সন্ধ্যা ৬ টায় মহাশ্বশানের কালী মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়।