November 25, 2024
আঞ্চলিক

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

নগর আ’লীগের আলোচনা সভায় সিটি মেয়র

 

খবর বিজ্ঞপ্তি

খুলনা নগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, ’৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যার দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে তারই সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়। দায়িত্ব নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করার উদ্যোগ গ্রহণ করেন। বিগত ১৩ বছরের শাসনামলে বাংলাদেশকে বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছে। আর্থ-সামাজিক এবং অবকাঠামো খাতে বাংলাদেশ বিস্ময়কর উন্নয়ন সাধন করেছে।

তিনি বলেন, ২০২১ সাল ছিল আমাদের উন্নয়ন অভিযাত্রার এক অভূতপূর্ব স্বীকৃতির বছর। গত বছর আমরা উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত যোগ্যতা অর্জন করেছি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষে এই অর্জন বাঙালি জাতির জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের। ২০৩১ সালের মধ্যে বাংলাদেশ হবে উচ্চ মধ্যম-আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উচ্চ আয়ের সমৃদ্ধশালী দেশ।

তিনি আরও বলেন, দেশের এ উন্নয়নকে অব্যাহত রাখতে হলে ২০২৩ সালের নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে বিজয়ী করতে হবে। সে লক্ষ্যে নেতাকর্মীদের কঠোর পরিশ্রম করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের এ অর্জন আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাধারন মানুষকে জানাতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহŸান জানান তিনি।

গতকাল রবিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ৪র্থ ধাপের ৩য় বর্ষপূতি উপলক্ষ্যে নগর আ’লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় আরও বক্তৃতা করেন নগর আ’লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। সভা পরিচালনা করেন নগর আ’লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ।

এ সময়ে উপস্থিত ছিলেন নগর আ’লীগ নেতা বেগ লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, অধ্যা. আলমগীর কবির, শেখ মো. আনোয়ার হোসেন, শেখ ফারুক হাসান হিটলু, কামরুল ইসলাম বাবলু, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, মোজাম্মেল হক হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন, মো. সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, রনজিত কুমার ঘোষ, এস এম আসাদুজ্জামান রাসেল, আতাউর রহমান শিকদার রাজু, ওহিদুল ইসলমা পলাশ, এস এম হাফিজুর রহমান, আব্দুর রহিম, আজিম, আলমগীর মল্লিক, কামরুল ইসলাম, জিলহজ্জ হাওলাদার, আকরাম সরদার, অভিজিৎ চক্রবর্তী দেবু, মো. শহীদুল হাসান, ছাত্রনেতা জব্বার আলী হীরা, সংকর কুন্ডু, মো. চয়ন হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *