January 21, 2025
আঞ্চলিক

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কেইউজে’র নানা কর্মসূচি পালন

খবর বিজ্ঞপ্তি

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় আলোচনা সভায় অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. সাঈয়েদুজ্জামান সম্রাট।

সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি ও খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, সহ-সভাপতি মহেন্দ্র নাথ সেন, নগর যুবলীগের সাবেক সভাপতি আনিসুর রহমান পপলু, ইউনিয়নের যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, সদস্য সুনীল দাস, মো. জাহিদুল ইসলাম, দিলীপ বর্মণ, রীতা রানী দাস। এসময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, দেবব্রত রায়, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, ওয়াহেদ উজ্জামান বুলু, আলমগীর হান্নান, শরিফুল ইসলাম বনি, এস এম বাহাউদ্দিন।

এর আগে সকাল ৯টায় খুলনা প্রেসক্লাবস্থ বঙ্গবন্ধুর ভাস্কর্যে নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এসময় নগর আ’লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু, সদর থানা আ’লীগের সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম, কেইউজে’র সাবেক সভাপতি ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মলি­ক সুধাংশু, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ নন্দী, কৌশিক দে, আ’লীগ নেতা অসিত বরণ বিশ্বাস, নগর যুবলীগের আহŸায়ক সফিকুর রহমান পলাশ, সাবেক ছাত্রলীগ নেতা শেখ মো. আবু হানিফ উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবস্থ বঙ্গবন্ধুর ভাস্কর্যে মোমবাতি প্রজ্জ্বলন করেন ইউনিয়নের নেতৃবৃন্দ। পরে প্রেসক্লাব চত্ত¡রে খুলনা মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক বিএম সজীবের সৌজন্যে বঙ্গবন্ধুর জীবনীর উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। উক্ত কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, ইউনিয়নের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, এস এম জাহিদ হোসেন, একে হিরু, বিএফইউজে’র নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা, কেইউজে’র সহ-সভাপতি মহেন্দ্র নাথ সেন, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, সদস্য এস এম কামাল হোসেন, বাপ্পী খান, কাজী ফজলে রাব্বী শান্ত, হেলাল মোল­া প্রমুখ। এছাড়াও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন স¤প্রচার করা হয়।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *