বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে যুবকদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে
যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সেখ জুয়েল এমপি
খবর বিজ্ঞপ্তি
কোন অপরাধী, দুষ্কৃতকারী ও অসৎ ব্যাক্তির যুবলীগে জায়গা হবে না। বাংলাদেশ আওয়ামী লীগের যুব লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে শপথ নিয়েছে খুলনা মহানগর যুবলীগ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা-২ আসনের সংসদ সদস্য, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সেখ সালাহউদ্দিন জুয়েল বলেন, প্রগতিশীল, সৎ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তরুনদেরকেই যুবলীগের নেতৃত্বে নিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কোন দুষ্কৃতকারীকে নেতৃত্বে আনা হবে। মনে রাখতেই হবে যুবকরাই দেশের চালিকা শক্তি। যুবকদেরই দক্ষ জনশক্তিতে পরিণত হয়ে আগামীর সম্ভাবনাময় বঙ্গবন্ধুর বাংলাদেশ বিনর্মানে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়নশীল বাংলাদেশ বিনির্মানে যে কাজ চলছে তাকে আরো ত্বরান্বিত করতে হবে। এছাড়াও তিনি মহানগর যুবলীগের নতুন নেতৃত্বকে কোন প্রকার বিতর্কিত কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য হুশিয়ারি দেন। একই সাথে বিতর্কিত ব্যাক্তিদের সংগঠন থেকে দুরে রাখারও নির্দেশ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান। খুলনা মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে ও খুলনা মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনের পরিচালনায় সভায় আরো উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব জোবায়ের আহমেদ খান জবা, হাফেজ মো: শামীম, মো: মফিদুল ইসলাম টুটুল, শেখ সৈয়দ আলী, কাউন্সিলর ফকির সাইফুল ইসলাম, তরিকুল ইসলাম, কাজি জাহিদ, যুবনেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, রোজী ইসলাম নদী, কামরুল ইসলাম, ফায়েজুল ইসলাম টিটো, শিহাব উদ্দিন, খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, আব্দুল কাদের শেখ, এ্যাড. আল আমিন উকিল, মো: আবুল হোসেন, কাজী কামাল হোসেন, নজরুল ইসলাম দুলু, শওকত হোসেন, শেখ মো: আলী, কবির পাঠান, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, কাজী ইব্রাহিম মার্শাল, জুয়েল হাসান দিপু, সাজ্জাদুর রহমান লিংকন, মহিদুল ইসলাম মিলন, মেহেদী হাসান মোড়ল, কে এম শাহীন, ইয়াসিন আরাফাত, মো: রাশেদুল ইসলাম, রাশেদুজ্জামান রিপন, আব্দুল্লাহ আল মামুন মিলন সহ ওয়ার্ড যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে কেক কেটে উদযাপন করেন। সেই সাথে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র, খুলনা বিভাগীয় নৌ পরিবহন মালিক গ্রæপের সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালন শেখ সোহেলের জন্মদিন উপলক্ষ্যে কেক কাটে যুবলীগ নেতৃবৃন্দ।