বঙ্গবন্ধুর সমাধিসৌধে স্বাশিপ’র শ্রদ্ধাঞ্জলি
গত ২০ এপ্রিল সকাল ৯.৩০ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) কার্যনির্বাহী পর্ষদের নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন স্বাশিপের সভাপতি মোহা. সাদিকুল আমিন (সহযোগী অধ্যাপক, সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন), সহ. সভাপতি রুমানা রহমান (সহকারী অধ্যাপক, ইংরেজি ডিসিপ্লিন), সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামান (সহযোগী অধ্যাপক, ইংরেজি ডিসিপ্লিন), যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান কামাল (সহকারী অধ্যাপক, বাংলা ডিসিপ্লিন), সাংগঠনিক সম্পাদক আবুল ফজল (সহকারী অধ্যাপক, বাংলা ডিসিপ্লিন), কোষাধ্যক্ষ শাকিলা আলম (প্রভাষক, বাংলা ডিসিপ্লিন), শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক হামালনা নিজাম (সহকারী অধ্যাপক, ইংরেজি ডিসিপ্লিন), সংস্কৃতি বিষয়ক সম্পাদক আয়শা রহমান আশা (প্রভাষক, ইংরেজি ডিসিপ্লিন), পাঁচ জন সদস্য যথাক্রমে হৈমন্তী শুক্লা কাবেরী (প্রভাষক, ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিন), বিপ্লব রায় (সহকারী অধ্যাপক, বাংলা ডিসিপ্লিন), নাহিদ আফরোজ (সহকারী অধ্যাপক, ইংরেজি ডিসিপ্লিন), অন্তরা বিশ্বাস (প্রভাষক, বাংলা ডিসিপ্লিন) এবং মৌমিতা রায় (সহকারী অধ্যাপক, বাংলা ডিসিপ্লিন)।