বঙ্গবন্ধুর সমাধিসৌধে দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধ ২ দিন
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে আগামী ৬ ও ৭ অক্টোবর দুই দিনের জন্য গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে সাধারণ দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৫ অক্টোকর) দুপুরে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
গোপালগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা মঈনুল ইসলাম বলেন, ‘আগামী ৭ অক্টোবর রাষ্ট্রপতি ম. আবদুল হামিদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় আসবেন। তার আগমন উপলক্ষে সমাধি সৌধ কমপ্লেক্সের নিরাপত্তা ও ধোয়া মোছাসহ বিভিন্ন সৌন্দয বর্ধনের কাজ চলবে। আর এ কারণে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে সমাধি সৌধ কমপ্লেক্সে আগামী ৬ ও ৭ অক্টোবর সাধারণ দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধ করা হয়েছে।’
জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, ‘৮ অক্টোবর থেকে যথা নিয়মে দর্শনার্থীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে প্রবেশ করতে পারবেন।’ দুই দিন দর্শনার্থীদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে না আসতে সাধারণদের প্রতি অনুরোধ জানান তিনি।