বঙ্গবন্ধুর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা
দক্ষিণাঞ্চল ডেস্ক
টানা তিনবার জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন শিরীন শারমিন চৌধুরী। গতকাল শুক্রবার দুপুরে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে সমাধিসৌধের বেদিতে ফুল দেন। তারপর তিনি ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে মোনজাত করেন।
এরপর ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন, হুইপ আতিকুর রহমান, ইকবালুর রহীম, পঞ্চানন বিশ্বাস, মাহাবুব আরা গিনি, শামসুল হক চৌধুরী, আবু সাঈদ আল-মাহমুদ স্বপন ফুল দেন।
পরে স্পিকার রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আবার ফুল দেন। শ্রদ্ধা নিবেদন শেষে স্পিকার বঙ্গবন্ধু ভবনে পরিদর্শন বইতে মন্তব্য লিখে সই করেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক শেখ আবুল বশার খায়ের, উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী গোপালম মোস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাসসহ সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।