বঙ্গবন্ধুর সমাধিতে মুকসুদপুর উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধা
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেছেন মুকসুদপুর উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান। গতকাল সোমবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ কাবির মিয়া। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসময় জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী হারুন-উর-রশিদ মিরন, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অ্যাড: মোঃ আতিকুর রহমান মিয়া, মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকজন চেয়ারম্যান ও কয়েক‘শ নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।