বঙ্গবন্ধুর সমাধিতে গৌরব ’৭১ কুয়েট শাখা’র পুষ্পমাল্য অর্পণ
খানজাহান আলী থানা প্রতিনিধি
গৌরব ’৭১, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) শাখা’র নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ শনিবার টুঙ্গিপাড়াস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। বেলা সাড়ে ১২টায় গৌরব ’৭১ কুয়েট শাখা’র সভাপতি, বিশ^বিদ্যালয়ের আরবান এন্ড রিজিওনাল প্লানিং (ইউআরপি) বিভাগের সহকারী অধ্যাপক মোঃ এস্রাজ-উল-জান্নাত ও গৌরব ’৭১ কুয়েট শাখা’র সাধারণ সম্পাদক ও বিশ^বিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) প্রকৌশলী মোঃ আসলাম পারভেজের নেতৃত্বে নব কমিটির নেতৃবৃন্দ বিশ^বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল সদস্যের আত্মার মাগফেরাত কামনায় এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।
এ সময় গৌরব ৭১’ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা প্রফেসর ড. কাজী এ বি এম মহিউদ্দিন, প্রফেসর ড. সজল কুমার অধিকারী, প্রফেসর ড. রাফিজুল ইসলাম, গৌরব ’৭১ কুয়েট শাখা’র যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী রুমেন রায়হান, সাংগঠনিক সম্পাদক সাদেক হোসেন প্রামানিক, কুয়েট অফিসার্স এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, কর্মকর্তা সমিতি (আপগ্রেডেশন), ৩য় শ্রেণী কর্মচারী সমিতি, ৪র্থ শ্রেণী কর্মচারী এবং মাস্টাররোল কর্মচারী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ