January 22, 2025
আঞ্চলিক

বঙ্গবন্ধুর সমাধিতে কুয়েট শিক্ষক সমিতির শ্রদ্ধা নিবেদন

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। গত শুক্রবার বিকালে শ্রদ্ধা নিবেদনকালীণ সময়ে বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, সমিতির সভাপতি প্রফেসর ড. পল্লব কুমার চৌধুরী, সহ-সভাপতি ড. মোঃ হেলাল-আন-নাহিয়ান, সাধারণ সম্পাদক ড. মোঃ আব্দুল হাসিব, সহ-সাধারণ সম্পাদক প্রতীক চন্দ্র বিশ^াস, কোষাধ্যক্ষ খন্দকার মোহাম্মদ মহিউদ্দিন ইকরাম, ক্রীড়া সম্পাদক এইচ এম আব্দুল ফাত্তাহ, প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক সৌমিত্র কুমার সরকার, সদস্যগণ ড. মোঃ ইলিয়াস উদ্দিন, অধ্যাপক বি এম ইকরামুল হক, প্রফেসর ড. কাজী এবিএম মহিউদ্দিন ও আবু-হেনা মোস্তফা কামালসহ ইইই অনুষদের ডীন প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, এমই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সোবহান মিয়া, ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মোস্তফা সারোয়ার, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান পিন্টু চন্দ্র শীল এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ইউজিসি’র সদস্যসহ শিক্ষকবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিতে এক মিনিট নিরাবতা পালন ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনার মাধ্যমে বাঙালী জাতির এ শ্রেষ্ঠ সন্তানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *