বঙ্গবন্ধুর সমাধিতে কুয়েট শিক্ষক সমিতির শ্রদ্ধা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। গত শনিবার বিকালে শ্রদ্ধা নিবেদনকালীণ সময়ে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন, সমিতির সহ-সভাপতি প্রফেসর ড. মোঃ মোস্তফা সারোয়ার, সাধারণ সম্পাদক প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল, সহ-সাধারণ সম্পাদক ড. মোঃ আব্দুল হাসিব, ক্রীড়া সম্পাদক ড. মোঃ আশরাফুল আলম, সাংস্কৃতিক সম্পাদক আবু-হেনা মোস্তফা কামাল, সদস্যবৃন্দের মধ্যে প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন, প্রফেসর ড. এম এম তওহিদ হোসেন, প্রফেসর ড. শেখ মোহাম্মদ মাসুদুল আহসান, ড. মোঃ ইলিয়াস উদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলরসহ শিক্ষকবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিতে এক মিনিট নিরাবতা পালন ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনার মাধ্যমে বাঙালী জাতির এ শ্রেষ্ঠ সন্তানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।