December 28, 2024
আঞ্চলিক

বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী সাংস্কৃতিক ফোরামের শ্রদ্ধাঞ্জলি

খানজাহান আলী থানা প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী সাংষ্কৃতিক ফোরাম (আসাফো) কেন্দ্রী কমিটির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আগস্ট মাসজুড়ে জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচির অংশ হিসাবে গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন, মাজার জিয়ারত করেন। সকালে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, মাজার জিয়ার এবং ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের নিহত সকল শহীদের জন্য দোয়া করেন।

এ সময় বাংলাদেশ আওয়ামী সাংষ্কৃতিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইদুর রহমান সজল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আকমল হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম ইকবাল হোসেন, সহ-সম্পাদক রুমা খন্দকার মুন্নি, সকল জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, যোগিপোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী খলিফা, আব্দুল কাদের, শাহনুর, মামুন, বেলায়েত, পলাশ জয়নাল, মনি, নিলুফা, নার্গিস, শাহনাজ, সোনিয়া, রতœা, ফারজানাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *