বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে খুলনায় ছাত্রলীগ ও যুবলীগের বিক্ষোভ আগামীকাল
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক, উগ্র মৌলবাদী গোষ্ঠী কর্তৃক কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনা মহানগর ও জেলা ছাত্রলীগ যৌথভাবে আগামীকাল রবিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে।
বেলা সাড়ে ১১টায় শঙ্খ মার্কেটস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হবে। একই সাথে সমাবেশও অনুষ্ঠিত হবে। উক্ত কর্মসূচিতে মহানগর ছাত্রলীগের সকল নেতাকর্মীকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক পরিধান করে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
যুবলীগ : এদিকে একই দাবিতে রবিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে খুলনা মহানগর যুবলীগ। এই লক্ষ্যে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের দুপুর তিনটার মধ্যে দলীয় কার্যালয়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন। এছাড়াও সাম্প্রদায়িক অপশক্তি, স্বাধীনতা বিরোধী ও জাতির পিতার অবমাননাকারীদের রুখতে নিজ নিজ এলকায় নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ