January 19, 2025
আঞ্চলিকলেটেস্ট

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ বিরোধীতার প্রতিবাদে খুলনায় স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন

দ. প্রতিবেদক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ বিরোধীতার প্রতিবাদে খুলনায় পৃথক মানববন্ধন করেছে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ। রবিবার সকালে দলীয় কার্যালয়ের সামনে জেলা ও খুলনা প্রেসক্লাবের সামনে নগর শাখা পৃথক এ কর্মসূচির আয়োজন করে।
সংগঠনের জেলা আহবায়ক মালিক ছরোয়ারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, জেলা নেতা মো. সরফুদ্দিন বিশ্বাস বাচ্চ, জেলা যুবলীগের সাবেক সভাপতি মো. কামরুজ্জামান জামাল, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো. মোতালেব হোসেন, হাজী সাইফুল ইসলাম খান, জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ ফেরদাউসুর রহমান, এম এম আজিজুর রহমান রাসেল, মঈন উদ্দিন মাসুদ রানা, কুমারেশ মন্ডল, জাহাঙ্গীর হোসেন, শেখ রেজাউল করিম রেজা, এফ এম হাবিবুর রহমান, বি এম মনি, মোঃ আজিম মিয়া, শাহ নুর মোহাম্মদ, রুহুল আমিন রবি, মোঃ হুমায়ুন কবির, এ্যাডঃ মোশারফ হোসেন, জি এম তৈয়বুর রহমান, মোঃ রাসেল ভুলু, শেখ মইনুদ্দিন, মোঃ ফয়সাল আহম্মেদ, লিন্টন দাস, আবুল বাসার, রাজিব দাস, মোঃ অহিদুজ্জামান, হান্নান গাজি, মিঠুন দাস, সুরভী লাইজু, তানভীর রহমান অপু, নূর ইসলাম, ছাইদুল ইসলাম বাবু, আবুল হাসেম, রবিউল ইসলাম রুবেল, শেখ দাউদ আলী, পরাগ পারভেজ রুবেল, আরিফ জাহান সবুজ, মাহামুদুল হাসান মুক্ত, মাহমুদ, রফিক, ফয়সাল প্রমুখ।
অপরদিকে সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক মীর বরকত আলীর সভাপতিত্বে নগর কমিটির মানববন্ধনে বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক ও ২৭নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, আওয়ামী লীগ নেতা ও খুলনা চেম্বারের পরিচালক মফিদুল ইসলাম টুটুল, সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব এম এ নাসিম, ছাত্রলীগের নগর সাধারণ সম্পাদক আসাদজ্জামান রাসেল, সাবেক ছাত্রলীগ নেতা এস এম হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ভাষ্কর্য নির্মাণের বিরোধিতার নামে স্বাধীনতা বিরোধী, ধর্মান্ধ, মৌলবাদী গোষ্ঠীর অপচেষ্টা ও ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান জানান। তারা বলেন, এদেশে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোন অপশক্তির ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেয়া হবে না।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *