January 19, 2025
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে খুলনায় ছাত্রলীগের বিক্ষোভ

খবর বিজ্ঞপ্তি
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খুলনা জেলা ও মহানগর ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগ : রবিবার দুপুর ১২টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে খুলনা জেলা ছাত্রলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, জাকিয়ার রহমান ওমান, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, কানাই মন্ডল, অসীম গাইন, মোঃ আবু সাঈদ খান, তানভীর রহমান আকাশ, মৃনাল কান্তি বাছাড়, শুভ সেন, জাহিদ হাসান, আশিকুজ্জামান তানভীর, কাজী নাজিব, আতিকুর রহমান আতিক, মোঃ আল আমিন হোসেন, এস, কে সাদ্দাম হোসেন, মোঃ আনারুল ইসলাম, রাফেজ ইসলাম, মিথুন সরদার, রাকিব মাহমুদ, আলমগীর হোসেন রাজু, রুদ্রনীল হালদার শুভ, রুবেল আহম্মেদ, রায়হানুজ্জামান অয়ন, আবিদ হাসান ফাহিম, বাপ্পারাজ মোড়ল, জুয়েল সরদার, শোভন হোসেন, আহাদ হোসেন বাবু, আবির হোসেন হৃদয়, জুবায়ের আহমেদ, মিরাজ হোসেন, শেখ সানজু আহম্মেদ, প্রদীপ মন্ডল, শেখ মোঃ শাকিল, আসলাম, হুমায়ুন কবির, আবির আক্তার আকাশ, অঞ্জন, দবির হোসেন, রিফাত, রাজিব সরকার রাহুল, কমলেশ রায়, রমিজুল, সুমন রায়, সাদ হোসেন, মিরাজ তালুকদার প্রমুখ।


নগর ছাত্রলীগ : একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে খুলনা মহানগর ছাত্রলীগ। বিকাল ৪টায় নগরীর ফেরীঘাট মোড় হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে খানজাহান আলী রোড হয়ে শান্তিধাম মোড় হয়ে শামসুর রহমান রোড হয়ে বাংলাদেশ ব্যাংকের মোড় হয়ে দলীয় কার্যালয়ে এসে সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, ছাত্রলীগ নেতা সোহেল বিশ^াস, আসাদুজ্জামান বাবু, মাসুদ হোসেন সোহান, রণবীর বাইড় সজল, মাহামুদুল হাসান শাওন, এখতয়িার মোল্লা, জব্বার আলী হীরা, মিনহাজ সুজন, জহির আব্বাস, জুবী ওয়ালীয়া টুই, ইয়াসিন আলী, মেহেদী হাসান মান্না, পাপ্প সরকার, এসএম বোরহান উদ্দীন সজিব, মোঃ জাহিদুর রহমান জাহিদ, দিদারুল আলম, সৌরভ আশ, সোহেল শেখ, রহমত সরদার, মেহেদী হাসান সুজন, এসএম ইমাজ উদ্দীন, মাহামুদুল ইসলাম সুজন, মোঃ কামাল হোসেন, খান মোসাদ্দেক ইমন, শেখ সাকিব, সোহান হোসেন শাওন, আরাফাত হোসেন মিয়া, টিপু সুলতান, রেজওয়ান মোড়েল, তায়েজুল ইসলাম তাজ, রণি রায়, নাইম সরদার, ইবনুল হাসান, মাহামুদুর রহমান রাজেস, আব্দুল কাদির সৈকত, হিরন হাওলাদার, তরিকুল ইসলাম তুফান, এমএ হোসেন সবুজ, মেহেদী হাসান স্বপন, আলামিন হাওলাদার, বায়েজিদ সিনা, আহানাফ অর্পন, জোয়েব সিদ্দিকী, নাজমুল হক অয়ন প্রমুখ।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *