বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি সেখ জুয়েলের
দ. প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে মৃত্যুদÐ কার্যকরের দাবি জানিয়েছেন বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসেরের মেঝ ছেলে ও সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। গতকাল শনিবার দুপুরে নগরীর শহীদ হাদিস পার্কে খুলনা মহানগর ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সম্মানিত অতিথির বক্তৃতাকালে তিনি এ দাবি করেন।
তিনি আরও বলেন, ’৭৫ এর ১৫ আগস্ট হত্যাকাÐের পর খুনিরা ভেবেছিলো আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না। কিন্তু খুনিদের সেই দুস্বপ্ন আর বাস্তবায়ন হয়নি। ১৯৮১ সালে দেশে ফিরে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা দেশ পুনর্গঠনের কাজ শুরু করেছেন। খুনিদের বিচারের আওতায় এনেছেন। এরপরও ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা করে ২৪জন নেতাকর্মীকে হত্যা করেছে সেই সব খুনিদের দোসররা। তারা বারবার শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, যা সফল হয়নি।
সেখ জুয়েল বলেন, এবারের সম্মেলনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক লীগ আরও শক্তিশালী হবে। যাতে আগামী নির্বাচনে তারা ভূমিকা রাখতে পারে এজন্য ক্লিন ইমেজের নেতৃত্ব নির্বাচন করতে হবে।