January 23, 2025
খেলাধুলা

বঙ্গবন্ধুর নামেই থাকছে বিপিএল

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবার বিশেষভাবে আয়োজন করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। টুর্নামেন্ট শুরুর আগে বলা হয়েছিল শুধু এবারের জন্যই বঙ্গবন্ধুর নামে করা বিপিএলের নামকরণ করা হবে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই নামেই আয়োজিত হবে পরবর্তী সব আসর।

রোববার (১২ জানুয়ারি) মিরপুরের হোম অব ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি’র কার্যনির্বাহী সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এই তথ্য নিশ্চিত করেছেন।

বিসিবি সভাপতি বলেন, ‘এখন থেকে বিপিএলের নামকরণ বঙ্গবন্ধু বিপিএল হিসেবেই কন্টিনিউ করবো। আজকে সিদ্ধান্ত নিয়েছি এটার নাম বঙ্গবন্ধু বিপিএলই থাকবে। ফ্র্যাঞ্চাইজি যুক্ত হলেও কোনো সমস্যা নেই। বঙ্গবন্ধু বিপিএলই করে দিচ্ছি।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *