বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলে আমরা আজ স্বাধীন দেশের নাগরিক : বাবুল রানা
খবর বিজ্ঞপ্তি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পল্লীতে একজন সাহসী দেশপ্রেমিক বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলে আমরা আজ স্বাধীন দেশের নাগরিক। বঙ্গবন্ধু সকল ধর্মের মানুষকে একত্রিত করে বাঙালি জাতিকে পরাধীনতার শৃংখল থেকে মুক্ত করেছিলেন।
সোমবার সন্ধ্যা ৭টায় ৮নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে খালিশপুর থানা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা একথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু’র জন্ম না হলে বাঙালী জাতি পরাধীনতার শৃংখল থেকে মুক্ত হতো না। তাঁর দীর্ঘ রাজনীতির ফসল হিসেবে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালিকে স্বাধীনতা ফিরিয়ে দেয়া। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলের সকল কর্মসুচীতে অংশগ্রহনের মাধ্যমে জাতির সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে।
খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব একেএম ছানাউল্লাহ নান্ন্রু সভাপতিত্বে এবং থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মনিরুল ইসলাম বাশারের পরিচালনায় স্মরণসভায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন নগর আ’লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মুন্সি আব্দুল ওয়াদুদ, শেখ ফারুক হাসান হিটলু, এস এম আকিলউদ্দিন, থানা আ’লীগ নেতা কাজী আব্দুর রশীদ, আব্দুল মজিদ বকুল, বিএম ওবায়দুর রহমান ডাবলু, সৈয়দ আরব আলী, আলহাজ্ব জাহাঙ্গীর আলম, মোঃ হুমায়ুন কবীর, সমীর কুমার সরকার, মিজানুর রহমান মাক্কী, কাউন্সিলর মোঃ ডালিম হাওলাদার, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারন সম্পাদক যথাক্রমে আব্দুস সাত্তার লিটন, কাজী এনায়েত আলী আলো, মোঃ শফিউল্লাহ, জিয়াউল আলম খান খোকন, মোল্লা হায়দার আলী, সরদার আলী আহমেদ, মোঃ শাহজাহান জমাদ্দার,আসলাম আলী মোঃ ইমরুল ইসলাম, আব্দুল জব্বার, মুন্সী গোলাম নবী, জাহাঙ্গীর হোসেন, মোঃ লুৎফর রহমান, মনিরুজ্জামান মনির, শেখ ইমন আহমেদ, মহিদুল ইসলাম মিলন, মহিলা আ’লীগের রেহানা গাজী, হাজেরা খাতুন প্রমুখ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়