বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে নগর যুবলীগের বিভিন্ন কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর কর্মসূচি সীমিত আকারে করার জন্য সকলের প্রতি আহবান জনিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে মোতাবেক ১৬ মার্চ হতে দলীয় কার্যালয়, সড়ক দ্বীপ সাজ সজ্জা ও আলোক সজ্জা করণ, ১৭ মার্চ সকাল ৭.৩০ মিনিটে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দলীয় কার্যালয়ে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও সকাল ৮ টায় খুলনা বেতারে বঙ্গবন্ধু’র ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন, সকাল ১০টায় দলীয় কার্যালয়ে কেককাটা ও দোয়া মাহফিল, নগরীর প্রত্যেক মসজিদে বিশেষ দোয়া, মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা, দিনব্যাপী দলীয় কার্যালয় সহ সকল ইউনিট কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার, দুস্থদের মাঝে খাবার বিতরণ, কেন্দ্রিয় কর্মসূচির সাথে সারাদেশে একযোগে রাত ৮টায় আতশবাজি করা হবে।