বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে শিশু একাডেমির বিভিন্ন প্রতিযোগিতা
তথ্য বিবরণী
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ উদযাপনের লক্ষে খুলনা শিশু একাডেমি চিত্রাংকন, রচনা, উপস্থিত বক্তৃতা ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করেছে।
১৪ মার্চ বিকাল চারটায় মুজগুন্নী শিশু বিকাশ কেন্দ্রে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা (শুধু সুবিধা বঞ্চিত শিশুদের জন্য)। ক-বিভাগ প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এবং খ-বিভাগ ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত। ক ও খ বিভাগের জন্য যে কোন কবিতা।
১৫ মার্চ সকাল ১১টায় খুলনার ডালমিল মোড় সুইড বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলে অনুর্ধ্ব ১৮ বছর বয়স পর্যন্ত শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা শুধু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য।
১৬ মার্চ সকাল নয়টায় খুলনা শিশু একাডেমিতে চিত্রাংকন প্রতিযোগিতা ক-বিভাগ: নার্সারী থেকে দ্বিতীয় শ্রেণি, বিষয়: মুক্তিযুদ্ধ বিষয়ক ও মাধ্যম উন্মুক্ত। খ-বিভাগ: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি, বিষয়: মুক্তিযুদ্ধ মাধ্যম; জল রং/প্যাস্টেল রং। গ-বিভাগ: ৬ষ্ঠ থেকে ১০ দশম শ্রেণি, বিষয়: শিশুদের মানসপটে বঙ্গবন্ধু, মাধ্যম; জল রং/প্যাস্টেল রং। সকাল ১০টায় রচনা প্রতিযোগিতা গ-বিভাগ: ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি, বিষয় বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন। সকাল সোয়া ১০টায় সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ক-বিভাগ: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত (তাৎক্ষণিকভাবে সরবরাহকৃত লেখা দেখে লিখতে হবে)। সকাল সাড়ে ১০টায় উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা গ-বিভাগ: সপ্তম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত।
উল্লেখ্য, একজান প্রতিযোগী দুইটির বেশি বিষয়ে অংশগ্রহণ করতে পারবে না। চিত্রাংকন, রচনা ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার কাগজ শিশু একাডেমি সরবরাহ করবে এবং অন্যান্য সরঞ্জামাদি শিশুদের সঙ্গে আনতে হবে।