January 20, 2025
জাতীয়

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান আর নেই

 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

করোনায় আক্রান্ত হয়ে সোমবার (১৭ আগস্ট) দিনগত রাত আড়াইটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) তিনি মৃত্যুবরণ করেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে এ খবর নিশ্চিত করেন মৌলভীবাজার জেলা প্রশাসক (ডিসি) মীর নাহিদ আহসান।

তিনি বলেন, আজিজুর রহমানের দাফনসহ প্রয়োজনীয় নির্দেশনাগুলোর ব্যাপারে এ মুহূর্তে আমরা তেমন কিছুই জানি না। আপনাদের পরে জানানো হবে।

৫ আগস্ট কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়।

জেলাপরিষদ সূত্রে জানা যায়, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন তিনি। তিনি সাবেক গণপরিষদ সদস্য ও একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও তিনি স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তিনি স্থানীয় আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং ১৪ দলের জেলা সমন্বয়ক ছিলেন।

সর্বশেষ মৌলভীবাজার জেলা পরিষদ এবং রেডক্রিসেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *