বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে মানুষকে ভালবাসতে হবে
৩নং ওয়ার্ডের সম্মেলনে আ’লীগ নেতৃবৃন্দ
খবর বিজ্ঞপ্তি
আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা’র উন্নয়ন ও গণতন্ত্র ঘরে ঘরে পৌছে দিতে সংগঠনকে সুসংগঠিত করতে হবে। সংগঠন শক্তিশালী হলে দেশ ও জাতির সেবা দিতে সহজ হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করতে দলের মধ্যে কিছু অনুপ্রবেশকারী আছে। তাদেরকে চিহ্নিত করে আইন শৃংখলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে। দেশে কোন উন্নয়ন বিমুখ মানুষ থাকতে পারবে না। যারা উন্নয়নকে বাধাগ্রস্থ করবে তাদের ছাড়া দেয়া হবে না। নেতৃবৃন্দ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেকে সাধারণ মানুষের কাছে গিয়ে খোজ খবর নেন। জনগণ অনেক আশা করে ভোট দিয়েছে সরকার গঠনে সহযোগিতা করেছে তাদের পাশে গিয়ে ঁদাড়াতে হবে। মানুষকে ভালো বাসুন; তাহলেই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন হবে।
গতকাল রবিবার সন্ধ্যায় শশীভ‚ষন মাধ্যমিক স্কুলে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে নেতৃবৃন্দ এসব কথা বলেন। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাসিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাকসুদ হাসান পিকু’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রিয় নেত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান। সম্মেলনের উদ্বোধন করেন দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা নুর ইসলাম বন্দ, মো. আশরাফুল ইসলাম, শেখ মো. ফারুক আহমেদ, মোজাম্মেল হক হাওলাদার, মাকসুদ আলম খাজা, শেখ মোহাম্মদ আলী সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, শহীদুল ইসলাম বন্দ। সম্মেলনে হাসিবুর রহমান হাসিবকে সভাপতি এবং মাকসুদ হাসান পিটু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।