December 25, 2024
জাতীয়

বঙ্গবন্ধুকে নিয়ে অপপ্রচার, পাকিস্তানের হাইকমিশনারকে তলব

দক্ষিণাঞ্চল ডেস্ক
বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ও অপপ্রচারের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল কাকারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার শাহ ফয়সাল কাকারকে তলব করে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পাকিস্তানের একটি সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বাংলাদেশ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপত্তিকর তথ্য প্রচার করেছে দেশটি। বিষয়টি নজরে আসায় মঙ্গলবার ঢাকার পাকিস্তান হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল কাকতারকে তলব করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক তারিক মোহাম্মদ তাকে তলব করেন। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে একটি প্রতিবাদপত্র তার কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *