বগুড়ায় মাকে হত্যায় মৃত্যুদণ্ড
দক্ষিণাঞ্চল ডেস্ক
বগুড়ায় দশ বছর আগে এক গৃহবধূকে হত্যার দায়ে তার ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। গতকাল রবিবার বগুড়া জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক মো. গোলাম ফারুক এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রায়হান আলী (৩৫) জেলার কাহালু উপজেলার কাজীপাড়ার আব্দুর রহমান বাচ্চুর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে বলা হয়েছে, রায়হান বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে থাকতো। ২০০৯ সালের ২৭ জুলাই সকালে সে বাড়িতে এসে মা রওশন আরার কাছে তার নামে জমি লিখে দেওয়ার দাবি করে। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে রায়হান তার মাকে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে বুকে ও পিঠে কুপিয়ে জখম করে।এ সময় আশেপাশের লোকজন বাঁচাতে এগিয়ে গেলে রয়হান তাদেরও মারধর করে। পরে রওশন আরাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ওই দিনই নিহতের বোন রাবেয়া রায়হানকে একমাত্র আসামিকরে কাহালু থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে কাহালু থানার এসআই শরিফুল ইসলাম ২০০৯ সালের ২৮ আগস্ট রায়হানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।