January 21, 2025
জাতীয়

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ঝরল ৬ প্রাণ

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

বগুড়ার শেরপুর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও দুইজন। গতকাল বুধবার দুপুরে উপজেলার হোগা-বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শেরপুর থানার ওসি হুমায়ূন কবীর জানান।

কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক ইয়ামিন উদ-দৌলা জানান, ঢাকামুখী একটি বাস ও বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। ট্রাকের চালক ও সহকারীসহ চারজনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। সেখঅনে আরও দুইজনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে পুলিশ ঘটনাস্থলে উদ্ধার অভিযান চাছিয়েছে বলে জানান পরিদর্শক ইয়ামিন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *