বগুড়ায় বাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেলো দুই ভাইয়ের
বগুড়ার শেরপুর উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ যাত্রী।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার শেরুয়া বটতলার হামছাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন- নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার শীতলমারী গ্রামের সুলাইমানের ছেলে মোশারফ হোসেন (৩৫) ও তার ভাই আকমল হোসেন (২৮) ।
জানা যায়, সকালে চট্টগ্রাম থেকে হানিফ পরিবহন একটি বাস ধান কাটার শ্রমিক নিয়ে শেরপুর উপজেলায় যাচ্ছিলো। উপজেলার শেরুয়া বটতলার হামছাপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোশারফ ও আকমল মারা যান। পরে আহত শ্রমিকদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা সবাই নওগা জেলার বাসিন্দা।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বাংলানিউজকে জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক উদ্ধার করা হলেও চালক-হেলপাররা পলাতক রয়েছেন।