December 22, 2024
জাতীয়

বগুড়ায় বাবার ১৫ বছর পরে ‘বন্দুকযুদ্ধে’ ছেলেও নিহত

 

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

বগুড়ায় শহরের উপশহর-ধরমপুর সংযোগকারী ধুন্দাল ব্রিজের পাশে দুই দলের মধ্যে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী স্বর্গ (২২) নিহত হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে ধুন্দাল ব্রিজের দক্ষিণ পশ্চিম পাশে সুবিল খালপাড়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত স্বর্গ বগুড়া শহরের ঠনঠনিয়া শহীদ নগর এলাকার মৃত লিয়াকতের ছেলে। লিয়াকত ছিলেন বগুড়া শহরে শীর্ষ সন্ত্রাসীদের একজন, তিনি পুলিশের তালিকাভুক্ত ছিলেন।

সন্ত্রাসী লিয়াকত ২০০৪ সালে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হন। বাবা মারা যাওয়ার ১৫ বছর পর শুক্রবার সকালে ছেলে স্বর্গ নিহত হওয়ার খবর জানাজানি হলে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ধুন্দল ব্রিজ এলাকায় গোলাগুলির শব্দ শুনে পুলিশের কয়েকটি দল সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে।

এসময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন এক রাউন্ড গুলি এবং একটি বার্মিজ চাকু উদ্ধার করেছে। ঘটনাস্থলে উপস্থিত হওয়া বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী এবং সদর থানার ওসি এসএম বদিউজ্জামান তাকে উদ্ধার করে টহল পুলিশের গাড়িতে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের (শজিমেক) জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে উপস্থিত লোকজন তাকে ঠনঠনিয়া শহীদ নগর (খান্দার) এলাকার ‘স্বর্গ’ হিসেবে সনাক্ত করেন।

সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, স্বর্গর বাবা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী লিয়াকত ২০০৪ সালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, পুলিশের রেকর্ডে দেখা যায় নিহত স্বর্গের নামে সদর এবং শাজাহানপুর থানায় খুন, চাঁদাবাজি অস্ত্র আইনে সাতটি মামলা রয়েছে। সা¤প্রতিককালে শাজাহানপুরের জামাদারপুকুর এবং শহরের খান্দার মালগ্রাম এলাকায় সে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

উলে­খ্য, কিশোর বয়সেই স্বর্গ দুর্ধর্ষ সন্ত্রাসী হিসেবে বগুড়া শহরে পরিচিত হয়ে ওঠে। মাত্র ১৭ বছর বয়সে স্বর্গ দুইটি খুনের সাথে জড়িত হয়। একপর্যায়ে পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারাগারে যায়। দীর্ঘদিন কারাগারে থাকার পর গত তিনমাস আগে জামিনে মুক্তি পায়। এরপর চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *