December 28, 2024
জাতীয়

বগুড়ায় ট্যাংকলরির চাপায় নিহত ২

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

বগুড়ায় তেলবাহী ট্যাংকলরির চাপায় এক ভ্যান চালক ও আরোহ নিহত হয়েছেন; এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল রবিবার বেলা সাড়ে ৩টার দিকে শাজাহানপুর উপজেলার নয়মাইল বাজার এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলু মিয়া (৩৫) শাজাহানপুর উপজেলার সোনাইদীঘি গ্রামের মোজামের ছেলে ও ভ্যান যাত্রী জহুরুল (৪০) একই গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। আহত রাজিব উদ্দিনকে (৫৫) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন বলেন, ঢেউটিন ও সিমেন্ট বোঝাই একটি ভ্যান নয়মাইল বাজার এলাকা হয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে বগুড়াগামী একটি তেলবাহী ট্যাংকলরি ভ্যানটিকে চাপা দিলে ভ্যানের তিনযাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক দুইজকে মৃত ঘোষণা করেন। ট্যাংলরিরসহ চালক ও তার সহকারীকে পুলিশ আটক করেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *