বগুড়ায় অটোর সঙ্গে সংঘর্ষে বাস খাদে, নিহত ২
দক্ষিণাঞ্চল ডেস্ক
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষের পর বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। শিবগঞ্জ থানার এসআই সাহেব গনি জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কিচক বন্দরের হাজিপাড়া এলাকায় বগুড়া-জয়পুরহাট সড়কে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাসচালকের সহকারী শহিদুল ইসলাম (৫০) ও অটোরিকশার চালক দিলবর মিয়া (৪৫)। শহিদুল শিবগঞ্জ উপজেলার রায়নগর উত্তরপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে। দিলবর একই উপজেলার পুটখুর গ্রামের হাফেজ ফকিরের ছেলে।
এসআই সাহেব গনি বলেন, বগুড়া থেকে জয়পুরহাটগামী আধুনিকা পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি উল্টে খাদে পড়ে। এ সময় বাসের নিচে চাপা পড়ে অটোরিকশার চালক দিলবর ও শহিদুল ঘটনাস্থলেই মারা যান। বাসটিতে কোনো যাত্রী ছিল না বলে তিনি জানান।