বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্থে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে গেছে। এতে ঢাকার সঙ্গে দেশের উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত ১১ টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে কয়টি বগি লাইনচ্যুত হয়েছে, সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। একইসঙ্গে তাৎক্ষণিভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ের সায়েদাবাদ স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. ইসমাইল বলেন, ঢাকা থেকে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে গেছে। বিস্তারিত পরে জানা যাবে।