বই মেলা-২০১৯
প্রকৌ: শেখ শাহরিয়ার
যাচ্ছি সবাই আজকে মোরা
প্রানের বই মেলা
ধুলা বালি চারিদিকে
এটা নিয়েই খেলা,
উড়াইয়া ধুলা তারই মধ্যে
পেতে পারো সোনা
শত কবির শত কাব্য
শত গল্প মালা,
বউ রানী বাবু আম্মা
সবাই আছে সাথে
আন্তর্জাতিক মাতৃভাষার
গর্বিত এই দেশে,
সালাম বরকত রফিক জব্বার
সবাইকে করি স্মরন
তোমাদেরই আত্ম ত্যাগে
আমাদের এই অর্জন,
২১ শের ঐ অনুপ্রেরনায়
আমরা সমুজ্জ্বল
বাংলাদেশ এগিয়ে যাওয়ার
একতাই যে বল,
হিংসা বিদ্বেষ হানা হানি
সবাই করো বর্জন,
বায়ান্নোর ফেব্রুয়ারীর
শহীদদের করো বরন,
কবি লেখক শিল্পীর দেশ
আমাদের জন্মভুমি
চারিদিকে জয় জয়কার
উন্নতির পদধ্বনি ।
=============
সময়: সকাল ৮ টা, ১৯/২/২০১৯, ডিওএইচএস বারিধারা