ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
দক্ষিণাঞ্চল ডেস্ক
রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সবুজবাগ থানার ওসি সোহরাব হোসেন জানান, শুক্রবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নোমান স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণিতে পড়ত। আর তুহিন একটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
ওসি বলেন, মোটর সাইকেলটি চালাচ্ছিল নোমান। দুর্ঘটনার সময় রাস্তা ফাঁকা ছিল। ফ্লাইওভারের উত্তর দিক থেকে উঠে দ্রুত গতিতে দক্ষিণ দিকে যাওয়ার সময় সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও পুলিশ দুই তরুণকে উদ্ধার করে পাশের খিদমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।