November 30, 2024
খেলাধুলা

ফ্রেঞ্চ ওপেনের নতুন রানি ক্রেচিকোভা

দুজনই প্রথমবারের মতো উঠেছিলেন ফাইনালে। ফলে ফ্রেঞ্চ ওপেনের নারী এককে নতুন রানির দেখা পাওয়া ছিল অবধারিত। প্রথমবারের মতো ফাইনালে উঠে সেই সুযোগটি কাজে লাগালেন চেক রি পাবলিকের বারবোরা ক্রেচিকোভা।

শনিবার রোলাঁ গাঁরোয় ফ্রেঞ্চ ওপেনের নারী এককের ফাইনালে রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে পরাজিত করে শিরোপা জিতেছেন ক্রেচিকোভা। তিন সেটের ম্যাচে ৬-১, ২-৬ ও ৬-৪ গেমে জিতে শিরোপা নিশ্চিত করেছেন তিনি।

শিরোপা জিতে নিজের প্রতিক্রিয়া জানিয়ে ক্রেচিকোভা বলেছেন, ‘আমি খুবই আনন্দিত। জয়টা উপভোগ করতে পেরেছি। সত্যিই আমি খুব খুশি। এটা ভাষায় বর্ণনা করা কঠিন। কারণ একটু আগে যা ঘটে গেল, আমি বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করতে পারছি না, গ্র্যান্ড স্ল্যাম জিতেছি।’

ক্রেচিকোভার সামনে এখন সুযোগ নারী দ্বৈত আসরেও চ্যাম্পিয়ন হওয়ার। রোববার নারী দ্বৈতের ফাইনালে লড়বেন তিনি। ২০০০ সালে ফ্রান্সের মারি পিয়ার্সের পর রোলাঁ গারোঁয় কেউ এক আসরে মেয়েদের এককে ও দ্বৈতে শিরোপা জিততে পারেননি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *