ফ্রি সবজি বাজার নিয়ে মানুষের পাশে খুলনা মহানগর ছাত্রলীগ
দ. প্রতিবেদক
খুলনায় এবার নিত্যপ্রয়োজনীয় শাকসবজি বিনামূল্যে বিতরণ করে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা।আজ মঙ্গলবার সকাল থেকে নগরীতে এসব শাকসবজি বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, খুলনা মহানগর ছাত্রলীগের উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক টিকলী শরীফ, সহ-সম্পাদক ওমর কামাল ও কর্মী টি এইচ জয় রোজা রেখে নিজ উদ্যোগে আড়ৎ থেকে লাউ, কুমড়া, ঢেঁড়শ, পুইশাক, ঘি কাঞ্চন শাক, লালশাক, কাঁচ কলা কিনে আনেন। এরপর সেগুলো নগরীর বাংলাদেশ ব্যাংকের মোড়ে ফ্রি সবজি বাজার খুলে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের মাঝে বিতরণ করেন।
এ বিষয়ে খুলনা মহানগর ছাত্রলীগের উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক টিকলী শরীফ দক্ষিণাঞ্চল প্রতিদিনকে জানান, প্রাণঘাতী কোন ভাইরাসের কারণে অনেক নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ কর্মহীন। অনেকেই তাদের পাশে এসে দাঁড়িয়েছে, চাল বিতরণ করেছেন। আমরা একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি। যাতে চাল-ডালের পাশাপাশি এসব অসহায় মানুষকে নিত্যপ্রয়োজনীয় শাকসবজি দিয়ে সহযোগিতা করা যায়।