ফ্রান্সে ১ দিনেই করোনায় মৃত্যু ১১২০
প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ফ্রান্সের এক হাজার একশ ২০ জনের মৃত্যু হয়েছে।
এর আগে শুক্রবার (৩ এপ্রিল) ফ্রান্সে মৃতের সংখ্যা ছিল এক হাজার তিনশ ৫৫ জন। এই নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ছয় হাজার পাঁচশ সাতজন।
শনিবার (৪ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এদিকে বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছে প্রায় ১১ লাখ মানুষ। মারা গেছে ৫৮ হাজার একশ ৪৯ জন।
ইতালিতে ২৪ ঘণ্টায় আরো মারা গেছে সাতশ ৬৬ জন। দেশটিতে মোট মারা গেছে ১৪ হাজার ৬৮১ জন। যুক্তরাষ্ট্রে সাতশ ৩৩ জনসহ মোট মারা গেছে ছয় হাজার আটশ তিনজন। এর আগে যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় ছয়শ ৮৪ ও স্পেনে পাঁচশ ৮৭ জনের মৃত্যু হয়েছে।