January 19, 2025
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

ফ্রান্সে মহানবী (স.) এঁর অবমানার প্রতিবাদে পঞ্চকরণে বিক্ষোভ সমাবেশ

খবর বিজ্ঞপ্তি
বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)-এঁর ব্যাঙ্গচিত্র এঁকে অবমাননা এবং ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত করার প্রতিবাদে বাগেরহাটের পঞ্চকরণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা ইসলাম প্রিয় তাওহীদি জনতা ২নং পঞ্চকরণ ইউনিয়নের উদ্যোগে পাঁচগাঁ এমএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সঞ্চালনায় করেন খান আব্দুল্লাহ আল বাহার। মাওলানা ইকবাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা নুরুল ইসলাম, মাওলানা মজিবুর রহমান, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আব্দুল গফ্ফর, কাজী সরোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক খলিফা প্রমুখ।
এসময় উপস্থিতি ছিলেন ডিকেএম ইসলামীয়া দাখিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক কাজী মজিবর রহমান, সিনিয়র শিক্ষক কাজী মোশারফ হোসেন, পঞ্চকরণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ হাওলাদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমাবেশ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রফিকুল ইসলাম ও আবু মুসা মুন্সী।
সমাবেশে বক্তারা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো এবং সেখানকার পত্রিকা শার্লী এবদো কর্তৃক বিশ্বনবী রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ করে অবমাননার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন। বক্তারা বাংলাদেশের জাতীয় সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা বিল পাস এবং রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সকল পণ্য নিষিদ্ধ করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *