January 9, 2025
আন্তর্জাতিক

ফ্রান্সে ঝড় ও বন্যায় দু’জন নিহত এবং হাজার হাজার ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঝড় ও বন্যায় দু’জন নিহত এবং হাজার হাজার ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
ওই এলাকায় জন জীবনে ঝুঁকির কারণে শনিবার দিনের শেষে কর্তৃপক্ষ অরেঞ্জ এলার্ট জারি করেছে।
শুক্রবার বাসকিউ কাউন্ট্রির পিরেনিস-আটলান্টিকে ৭০ বছরের এক ব্যক্তির গাড়ির ওপর গাছ ভেঙ্গে পড়ায় তিনি মারা যান।
একইদিনে লট-এট-কারোনি এলাকায় ৭৬ বছর বয়সের এক ব্যক্তি তার মেইল আনতে বাইরে গেলে তিনি বন্যার স্রোতে ভেসে যান। উদ্ধারকারীরা ২৪ ঘন্টা পরে তার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে তার লাশ উদ্ধার করেন। গাড়ির ওপর গাছ পড়ে আরো ৫ জন আহত হয়েছেন, এদের মধ্যে ২ জন গুরুতর আহত হয়েছেন। খবর এএফপির।
শনিবার বিকেলে ৪০ হাজার বেশী ঘরবাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। নরম্যান্ডি থেকে দক্ষিণ-পশ্চিমে সন্ধ্যায় আরো ২৫ হাজার ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ দিতে ২ হাজার টেকনিশিয়ান সেখানে কাজ করছে। ঝড়ের গতি ঘন্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার। কোন কোন এলাকা ৯ ফুট পানিতে তলিয়ে গেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *