January 21, 2025
জাতীয়

ফৌজদারহাটে সড়কে দুই বাইক আরোহী নিহত

দক্ষিণাঞ্চল ডেস্ক

চট্টগ্রামের ফৌজদারহাটে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহতরা হলেন- পুলিশ কনস্টেবল আলমগীর হোসেন (২৪) ও শহীদুল ইসলাম (২৮)। তাদের বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে। কনস্টেবল আলমগীর চট্টগ্রাম জেলা পুলিশে কর্মরত এবং চট্টগ্রামের রেঞ্জ ডিআইজির প্রটোকল দলের সদস্য ছিলেন।

হাইওয়ে পুলিশের বার আউলিয়া থানার ওসি আব্দুল আওয়াল জানান, গাড়ির ধাক্কায় আহত হয়ে দুই মোটর সাইকেল আরোহী রাস্তায় পড়ে ছিলেন। স্থানীয় লোকজনের সহায়তায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, হাসপাতালে আনার পর দুজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক। কনস্টেবল আলমগীর ও শহীদুল পরস্পরের আত্মীয়। মোটর সাইকেলে করে তারা বাড়ি থেকে চট্টগ্রামে ফিরছিলেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *