January 20, 2025
জাতীয়শিক্ষা

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আল বিদা’ স্ট্যাটাস দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

সোমবার (১৭ আগস্ট) নিজ বাসায় তার ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে হাসপাতালে নেয়ার সময় তার মৃত্যু হয়।

ওই শিক্ষার্থীর নাম ইমাম হোসাইন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। থাকতেন বিশ্ববিদ্যালয়ের জসীম উদ্দীন হলে। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার উজিরপুরে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী জাগো নিউজকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ সকালে তার মৃত্যুর সংবাদ শুনি। বিষয়টি খুব দুঃখজনক। এ রকম কোনো মৃত্যুই আমরা প্রত্যাশা করি না।

রোববার (১৬ আগস্ট) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘আল বিদা’ লিখে একটি পোস্ট দিয়েছিলেন ইমাম হোসাইন।

তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। তবে ফেসবুকে অনেকদিন ধরে আত্মহত্যা বিষয়ক বিভিন্ন পোস্ট দিয়ে আসছিলেন ইমাম হোসেন। তার বন্ধুদের ধারণা, প্রেমঘটিত কারণে তিনি আত্মহত্যা করেছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *