July 1, 2025
আঞ্চলিক

ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে পাইকগাছায় যুবক গ্রেফতার

দ. প্রতিবেদক

খুলনার পাইকগাছায় উত্তীয় দেবনাথ (২৮) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সে ফেসবুকে করোনার গুজব ছড়িয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল বুধবার বেলা ১১টায় পৌরসভার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার উত্তীয় দেবনাথ ফেসুবকে ভয়েস অফ পাইকগাছা নামের একটি ফেসবুকে পেজের এডমিন ও পৌরসভার ৮ নম্বর অর্ডারের বাতিখালী গ্রামের বিষ্ণুপদ নাথের ছেলে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এজাজ শফি জানান, পাইকগাছার ৭০ বছরের এক বৃদ্ধা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে-এমন নানা গুজব ছড়িয়ে এলাকায় আতংক সৃষ্টি করছিলো। এছাড়া এলাকার বিশিষ্টজনদের বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর ছবি প্রকাশ করেছিল। এনিয়ে তার বিরুদ্ধে থানায় আগে সাধারণ ডায়রিও করা হয়। গুজব ছড়ানোর অপরাধে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন পাইকগাছা থানার এস আই অখিল রায়। পরে তাকে গ্রেফতার করা হয়।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *