January 19, 2025
আঞ্চলিকজাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

ফের ট্রেন দুর্ঘটনা, খুলনার সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

দক্ষিণাঞ্চল ডেস্ক
পার্বতীপুর-ঢাকা রেলপথের ফুলবাড়ী হোম সিগন্যালের কাছে খুলনা থেকে চিলাহাটিগামী ৭২৭ আপ আন্তঃনগর রূপসা ট্রেনের যাত্রীবাহী একটি কোচ লাইনচ্যুত হয়েছে। এর ফলে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা থেকে দেশের উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকা, রাজশাহী, খুলনার সব ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
এতে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস (বিকেল ৩টা ৩৫ মিনিট থেকে), চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন (বিকেল সাড়ে ৪টা থেকে) পার্বতীপুর রেলস্টেশনে আটকা পড়ে রয়েছে।
অপরদিকে, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ৭০৬ আপ আন্তঃনগর একতা এক্সপ্রেস জয়পুরহাট রেলস্টেশনে (বিকেল সাড়ে ৪টা থেকে) ও ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ৭৬৬ আপ আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেন বিরামপুর রেল স্টেশনে (বিকেল সাড়ে ৪টা থেকে) আটকা রয়েছে। গন্তব্যের উদ্দেশে নির্ধারিত সময়ে ছেড়ে যেতে না পারায় এসব ট্রেনের শতশত যাত্রী চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।
সন্ধ্যায় মোবাইল ফোনে যোগাযোগ করা হলে পাকশী বিভাগীয় ট্রাফিক অফিসার নাসির উদ্দীন জানান, পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন এরই মধ্যে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। দ্রুততম সময়ে ট্রেন যোগাযোগ স্বাভাবিক করতে উদ্ধারকর্মীরা কাজ করে যাচ্ছেন।
এদিকে, পার্বতীপুর রেলওয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, পার্বতীপুর থেকে রওনা হওয়া উদ্ধারকারী ট্রেনটি ৬টা ৪৫ মিনিটে দুর্ঘনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করছে।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *