January 19, 2025
করোনাখেলাধুলা

ফেব্রুয়ারির মধ্যেই ভ্যাকসিন দেয়া হবে ক্রিকেটারদের

করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রম এরই মধ্যে শুরু হয়ে গেছে বাংলাদেশ। বুধবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশে ভ্যাকসিন আসতে শুরু করার পর থেকে অগ্রাধিকার ভিত্তিতে কাদেরকে তা দেয়া হবে তার তালিকা তৈরির কাজও চলছে। বিভিন্ন পর্যায় থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভ্যাকসিন চাওয়া হচ্ছে। যদিও কোভিড-১৯ এর ভ্যাকসিন অপ্রতুল।

তবুও, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিদ্ধান্ত নিয়েছে, আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় পর্যায়ের ক্রিকেটারদের ভ্যাকসিন দেয়া শেষ করবে।

বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এরপর বিসিবির পক্ষ থেকে যে সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে, সেখানে এ বিষয়টা উল্লেখ করা হয়েছে।

করোনার কারণে গত বছর মার্চ থেকে দেশের ক্রিকেট সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। ঘরোয়া এবং আন্তর্জাতিক কোনো ক্রিকেটই খেলা সম্ভব হয়নি। এরপর গত সেপ্টেম্বর-অক্টোবর থেকে সীমিত পরিসরে আবার ক্রিকেট ফেরানো হয়েছে। যদিও তা কঠোর করোনা প্রটোকল মেনে। ক্রিকেটার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জৈব সুরক্ষা বলয়ের মধ্যে রেখে।

বিসিবি চাচ্ছে, ক্রিকেটারদের ভ্যাকসিনেশন কার্যক্রমের আওতায় আনার পর ক্রিকেটের স্বাভাবিক কার্যক্রম চালু করতে। সে কারণেই আগামী ফেব্রুয়ারির মধ্যে ক্রিকেটারদের ভ্যাকসিন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বিসিবির কার্য নির্বাহী কমিটির সভায়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *