ফেনীতে স্কুলের নিরাপত্তা প্রহরীর রক্তাক্ত লাশ উদ্ধার
ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার রাতে শহরের গাজী ক্রস রোডের হক ভিলা নামের একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মো. শফি উল্যাহর (৫৫) বাড়ি ফেনীর সোনাগাজীর উপজেলার বগাদানা ইউনিয়নের আলমপুর গ্রামে।
ওসি বলেন, “পুলিশ ঘটনাস্থল থেকে একটি রক্তাক্ত কাঁটাচামচ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যাকারী শফি উল্যার সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে কাঁটাচামচ দিয়ে গলায় আঘাত করলে তার মৃত্যু হয়।”
নিহতের ভাতিজা হানিফ বলেন, তার চাচা দীর্ঘদিন শহরের গাজী ক্রস রোড এলাকার হক ভিলায় ভাড়া থাকতেন। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। প্রায় একমাস আগে চিকিৎসা শেষে বেতন-বোনাস তোলর জন্য ফেনীতে আসেন তিনি।
“বৃহস্পতিবার রাতে চাচার এব রুমমেট (রাজমিস্ত্রি) তারাবির নামাজ থেকে ফিরে ঘরের মধ্যে তার রক্তাক্ত লাশ দেখেন। পরে আশপাশের লোকজন থানায় খবর দিলে পুলিশ গিয়ে চাচার লাশ উদ্ধার করে।”
স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাহার উদ্দিন বাহার বলেন, “শফি উল্যাহ অনেকটা নিরিহ প্রকৃতির মানুষ ছিলেন। তার সাথে কারো শত্রুতা ছিলো না। তবে বৃহস্পতিবার সকালে স্কুল থেকে সে বেতন-বোনাস পেয়েছেন। ধারণা করা হচ্ছে, ওই টাকার লোভে কেউ তাকে হত্যা করতে পারে।”
লাশ ময়নাতদন্তের জন্য ফেনীর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।