ফেনীতে বজ্রপাতে ২ স্কুলছাত্র নিহত
ফেনীর সোনাগাজী উপজেলায় বজ্রপাতে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে এক কিশোর।
শনিবার সকালে উপজেলার পাইকপাড়া গ্রামে বজ্রপাতের এ ঘটনা ঘটে বলে বগাদানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ ক ম ইসহাক খোকন জানান।
নিহতরা হল- উপজেলার পাইকপাড়া গ্রামের মো. গোফরান মিয়ার ছেলে মো. ইমরান হোসেন (১৩) ও জয়নাল আবেদিনের ছেলে মো. শাকিব (১২)।
ইমরান স্থানীয় তাকিয়া বাজার ওসমানিয়া উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। আর শাকিব একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
চেয়ারম্যান জানান, সকালে গ্রামের মোবারক আলী মাঝিবাড়ির বাগানে শিশু-কিশোররা খেলাধুলা করছিল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে শাকিব ও ইমরানের মৃত্যু হয়।
এছাড়া আহত হয় একই গ্রামের জয়নাল মিস্ত্রির ছেলে মো. নাহিদ (১১)। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান চেয়ারম্যান।