ফেক আইডি থেকে বিপ্লব বড়ুয়াকে নিয়ে মানহানিকর পোস্ট, জিডি
ফেসবুকে ফেক আইডি খুলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে নিয়ে মানহানিকর মন্তব্য করে পোস্ট করায় থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) খুলশী থানায় জিডিটি করেন জিকো বড়ুয়া নামে এক আইনজীবী।
জিকো বড়ুয়া আইন পেশায় ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সহকারী হিসেবে কাজ করেন।
জিডিতে উল্লেখ করা হয়, বিনয় বড়ুয়া নামে একটি আইডি খুলে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে নিয়ে বিভ্রান্তিকর ও মানহানিকর মন্তব্য জুড়ে দিয়ে পোস্ট করা হয়। সেখানে প্রদীপ বড়ুয়া নামে আরেকজন তা সমর্থন করে মন্তব্য করেন। এতে করে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সম্মান হানি হয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী বলেন, ফেসবুকে ফেক আইডি খুলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে নিয়ে মানহানিকর মন্তব্য করে পোস্ট করায় থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।