ফুুলবাড়ীগেট খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে। দিঘলিয়ার বারাকপুর ইউনিয়নে সামাদ মন্ডলের পুত্র কৃষক সুলতান আহম্মেদ গত ২২ নভেম্বর শুক্রবার ১টি গরু বিক্রয়ের উদ্যেশ্যে বারাকপুর খেয়াঘাটে ৩০ টাকা খাজনা দিয়ে পার হয়।
বাজারে আশানুরুপ দাম না পাওয়ায় গরু নিয়ে বাড়ী ফেরার পথে ফুলবাড়ীগেট খেয়া ঘাট পার হয়ে বাড়ী ফেরার সময় ফুলবাড়ীগেট খেয়াঘাটের টোল আদায়কারী জিহাদ মোড়লের পুত্র মাসুম ১০০ টাকা গরুটির টোল দাবী করে এসময় কৃষক সুলতান সিটি কর্পোরেশনের নির্ধারিত ৩০ টাকার বেশী দিতে রাজি না হওয়ায় টোল আদায়কারী মাসুম কৃষক সুলতানের সাথে দুর্ব্যাবহার করে। শেষমেশ ঝামেলা এড়াতে ৩০ টাকা স্থলে ৮০ টাকা দিয়ে গরুটি পার করে কৃষক সুলতান।
এছাড়া এঘাট দিয়ে পারাপাররত মৎস ব্যবসায়ীসহ যাত্রী সাধারণের অভিযোগ করে বলেন কোন নিয়মনিতীর তোয়াক্কা না করে ফুলবাড়ীগেট খেয়া ঘাটের টোল আদায়কারী মাসুম অতিরিক্ত টোল আদায় করছে। এ ব্যাপারে সং¯িøষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ঘাট পারাপাররত যাত্রী সাধারণ।