January 22, 2025
আঞ্চলিক

ফুলবাড়ীগেট বাজার নির্বাচনের দাবীতে সভা

ফুলবাড়ীগেট প্রতিনিধি

ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির নির্বাচনের দাবীতে গত সোমবার সন্ধায় ফুলবাড়ীগেট শহীদ মিনার চত্ত¡রে মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বেসভা অনুষ্ঠিত হয়। মোঃ নাসির উদ্দীনের পরিচালনায় বক্তৃতা করেন কেসিসি ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক এফ.এম জাহিদ হাসান জাকির, ৩৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ ইউসুফ আলী খলিফা, মোঃ আজাদ বেগ বাবু মোঃ নান্নু মিয়া, আব্দুর রাজ্জাক, মোঃ হাফিজ, মোঃ লালুমিয়া, মোঃ হালিম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ মোতালেব হাওলাদার প্রমুখ।

এদিকে ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির সভাপতি বেগ লিয়াকত আলী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান গত ২০০৯ সালে নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে মোঃ আজাদ বেগ বাবুনির্বাচন স্থগিত চেয়ে শ্রম আদালতে একটি মামলা দায়ের করেন, আদালত নির্বাচন স্থগিত করেন। সেই থেকে বাজার বণিক সমিতি নির্বাচনের বিষয়ে একের পর এক আপিল কার্যক্রম চলে এবং বর্তমানে রিট আপিল মামলা চলমান যার নং রিট পিটিশন নং- ১৩১০২/২০১৬ । আদালতের নির্দেশ অমান্য করে সোমবার ১৬ সেপ্টেম্বর নির্বাচনের দাবীতে ফুলবাড়ীগেট শহীদ মিনার চত্ত¡রে সভায় কতিপয় দোকানদারদের ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো আদালত অবমাননার সামিল। যে কোন সময় বাজারে চরম বিশৃংখলা ও দুর্ঘটনা ঘটে যেতে পারে, এলক্ষে শ্রম পরিচালকের দপ্তর সহ প্রসাশনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয়া হয়েছে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *