ফুলবাড়ীগেটে সাংবাদিক হাফেজ সরকারের পিতার ইন্তেকাল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সাধারণ সম্পাদক মোঃ হাফেজ আহম্মেদ সরকারের পিতা ও খাগড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিশিষ্ট সমাজসেবক আঃ গফুর মাষ্টার সবুজবাগ তার নিজ বাসায় বার্ধক্যজনিত কারেণে গতকাল সোমবার দুপুর আড়াইটায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৪ ছেলে ১ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল এশাবাদ খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাযা শেষে কোর্ট মসজিদ কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
জানাযায় উপস্থিত ছিলেন সকল রাজনৈতিক, সামাজিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। হাফেজ আহম্মেদ সরকারের পিতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দিনসহ ইউনিটি’র সকল নেতৃবৃন্দ এবং থানা এলাকার কর্মরত সকল সাংবাদিকবৃন্দ। এছাড়া শোক বিবৃতি দিয়েছেন শিরোমণি ওয়েভ জুট মিলের ডাইরেক্টর সরদার আল মামুন ও চেয়ারম্যান সরদার আল মাসুদসহ মিলের সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ।