ফুলবাড়ীগেটে যুবকের রগকর্তনের ঘটনায় আটক ৭
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ফুলবাড়ীগেটে যুবকের পায়ের রগ কর্তনের ঘটনায় খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মোংলার দিগরাজ থেকে গতকাল শনিবার ভোরে এজাহারভুক্ত ১৩ আসামীর মধ্যে ৭ জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন- মিরেরডাঙ্গা এলাকার সোহেল হাওলাদার (৩৫), ইমরান মীর (৩৮), মেহেদী হাসান মিলন (২৪), বাদল হাওলাদার (২৬), আনিস সরদার (২৭), মাহফুজুর রহমান জনি (২৮), কাজী জিম (২৫)।
উল্লেখ্য গত বৃহস্পতিবার বেলা ১২টার সময় পুর্ব শত্রæতার জের ধরে ১৫/২০জনের একটি সংঘবদ্ধ চক্র সোহাগকে হত্যার উদ্যেশে হামলা চালিয়ে সোহোগের দুই পায়ের রগ কর্তন করে। এ ঘটনায় সোহাগ শেখের পিতা জামাল শেখ বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৬/৭ জনকে আসামী করে খানজাহান আলী থানায় একটি মামলা দায়ের করে। এ ব্যাপারে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন, অন্য আসামীদের আটকের ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে।