January 23, 2025
আঞ্চলিক

ফুলবাড়ীগেটে যুবকের রগকর্তনের ঘটনায় মামলা

ফুলবাড়ীগেট প্রতিনিধি

ফুলবাড়ীগেটে যুবকের পায়ের রগকর্তনের ঘটনায় থানায় খানজাহান আলী থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১২ টার সময় পুর্ব শত্রæতার জের ধরে ১৫/২০জনের একটি সংঘবদ্ধ চক্র সোহাগকে হত্যার উদ্যেশে হামলা চালিয়ে সোহোগের দুই পায়ের রগ কর্তন করে। এ ঘটনায় সোহাগ শেখের পিতা জামাল শেখ বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৬/৭ জনকে আসামী করে খানজাহান আলী থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং-০৩, তারিখ-০৯-০১-২০।

আসামীরা হলেন, মিরেরডাঙ্গা এলাকার রাজ্জাক হাওলাদারের পুত্র সোহেল, আশরাফ মীরের পুত্র ইমরান মীর, জহিরুলের পুত্র মোহন মুন্সি, আজগরের পুত্র শুভ, মোন্তাজ শেখের পুত্র মিলন, সামাদের পুত্র ফিরোজ মোল্যা, এলাহীর পুত্র আশা মুন্সি, কাঞ্চন হাওলাদারের পুত্র বাদল হাওলাদার, মোমেন সরদারের পুত্র আনিস, লুৎফুলের পুত্র জনি, কাদের মুন্সির পুত্র কামাল, কাঞ্চন হাওলাদারের পুত্র রানা হাওলাদার ও সেলিমের পুত্র নূর আলম। এঘটনা ২ দিন অতিবাহিত হলেও পুলিশ কোন আসামীকে  আটক করতে পারেনি।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *